ইতালিকে ছাড়িয়ে করোনা রোগীদের মৃত্যুর সংখ্যায় শীর্ষে গেছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র সচিব ডমিনিক রাবের দেয়া তথ্য অনুযায়ী, সেখানে এখন পর্যন্ত ২৯ হাজার ৪২৭ জন মারা গেছেন। ইতালিতে ২৯ হাজার ৩১৫ জন।
ইতালির থেকে যুক্তরাজ্যে অবশ্য আক্রান্তের সংখ্যা কম। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রিটেনে এখন পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৯৯০ জন আক্রান্ত হয়েছেন। ইতালিতে সেখানে মোট আক্রান্ত ২ লাখ ১৩ হাজার ১৩ জন।
গোটা বিশ্বে আমেরিকা যথারীতি শীর্ষে। সেখানে এখন পর্যন্ত ৭১
হাজার ৯২১ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ১২ লাখ ৩৩ হাজার ১৪৬। সুস্থ হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৪১ জন।
আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্পেন, ২ লাখ ১৯ হাজার ৩২৯। মৃত্যু হয়েছে ২৫ হাজার ৬১৩ জনের। সুস্থ হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৪৮৬ জন।
গোটা বিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৯২৮। মোট আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৫৯ হাজার ২৭১ জন। সুস্থ হয়েছেন প্রায় ১২ লাখ, ১১ লাখ ৯৭ হাজার ৭৩৫ জন।
আক্রান্তের সংখ্যা রাশিয়ায় হু-হু করে বাড়ছে। সেখানে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১ লাখ ৫৫ হাজার ৩৭০ জন। মারা গেছেন ১ হাজার ৪৫১ জন। সুস্থ হয়েছেন ১৯ হাজার ৮৬৫ জন।
গত ডিসেম্বরে যে চীন থেকে ভাইরাসটি ছড়িয়েছিল সেখানে নতুন করে দুইজন আক্রান্ত হয়েছেন। তারা অন্য দেশ থেকে সম্প্রতি চীনে ফেরেন।
চীনের দাবি অনুযায়ী, তাদের দেশে মোট আক্রান্ত ৮২ হাজার ৮৮১ জন। মারা গেছেন ৪ হাজার ৬৩৩ জন, যাদের অধিকাংশ উহানের বাসিন্দা।
বাংলাদেশ সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন। মারা গেছেন ১৮৩ জন। সেরে উঠেছেন ১ হাজার ৪০৩ জন। প্রতি ১০ লাখে আক্রান্ত ৬৫ জন।