২২ জুলাই ২০২০
তালহা জামানঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় আইপিএলের ১৩তম আসর আলোর মুখ দেখতে শুরু করেছে। ভারতের সমস্ত ব্যস্ততা এখন এই টুর্নামেন্ট নিয়েই। দিন দশেকের মধ্যেই আইপিএল গভর্নিং বডি টুর্নামেন্ট নিয়ে আলোচনায় বসবে। সবকিছু ঠিক থাকলে সংযুক্ত আরব আমিরাতে এবারের পুরো টুর্নামেন্ট হতে যাচ্ছে বলে জানিয়েছেন আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। এখন শুধু ভারত সরকারের কাছ থেকে আইপিএল আয়োজনের চূড়ান্ত অনুমোদনটাই নেওয়া বাকি।
আইসিসির বৈঠকের পর দিনই ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, আসন্ন টুর্নামেন্টে কোনো কাটছাঁট হচ্ছে না। পুরো ৬০ ম্যাচের আসরই হবে। তবে এরসঙ্গে আরও অনেক বিষয় মাথায় রেখে আসন্ন আলোচনায় বসবেন তারা। ‘আর কয়েক সপ্তাহের মধ্যেই আমরা টুর্নামেন্টটি আমিরাতে আয়োজনের ব্যাপারে সরকারের কাছে আবেদন জানাব। অবশ্যই অনুমতিও পেয়ে যাব। তবে কবে থেকে আইপিএল শুরু হবে তা এখনো ঠিক হয়নি। এটাসহ আরও অনেক বিষয় নিয়ে আমরা সামনের সভায় আলোচনা করব। সব বিষয় মাথায় রেখেই একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’ জানা গেছে, ২৬ সেপ্টেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সময়কেই আইপিএল আয়োজনের উপযুক্ত সময় বলে ধরা হচ্ছে।
আমিরাতের পাশাপাশি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের নামও শোনা যাচ্ছিল আইপিএল-এর ভেন্যু হিসেবে। শেষ পর্যন্ত পরিবেশ ও অবকাঠামো বিবেচনায় আরব আমিরাতকেই বেছে নেওয়া হয়েছে। এর আগে ২০১৪ সালে আইপিএলের প্রথম অংশ হয়েছিল দেশটিতে।
মহামারীর কারণে ক্রিকেটাররা দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন। তাদের পুনরায় ফিটনেস ফিরে পেতে টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলন শিবির করার ভাবনা রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফ্র্যাঞ্চাইজি মালিক বলেছেন, ‘ক্রিকেটারদের অন্তত মাসখানেকের অনুশীলন দরকার। বিসিসিআই একবার দিনক্ষণ জানিয়ে দিলেই আমরা সমস্ত পরিকল্পনা করে ফেলব। এখনো পর্যন্ত যা খবর, তাতে আইপিএল হবে দুবাইয়ে। আমরা তার জন্য তৈরি ।