আজ ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস।১৯৭১ সালে জাতির পিতা ব্ঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ আরাম্ভ হয়,দীর্ঘ ৯ মাসের রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে অর্জিন হয় আমাদের বিজয়,বাংঙ্গালী স্বাধীন সার্বভোম বাংলাদেশ লাভ করে,মহান মুক্তিযুদ্ধকালে মুক্তিযোদ্ধারা বীরদর্পে যুদ্বকরে ছিনিয়ে আনে বাংলার স্বাধীনতা,তাই মুক্তিযোদ্ধাদের বলা হয়ে থাকে জাতির শ্রেষ্ঠ সন্তান,মুক্তিযোদ্ধাদের দাবী অনুযায়ী ১লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়ে আসছে,এই দিনে আজ সকালে বাংলাদেশ মুক্তিযোদ্বা সংসদ, সেক্টর কমান্ডার্স ফোরাম৭১,মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড ঢাকায় শিখা চিরন্তনে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্বা জানায়, নাঃগঞ্জে সদর উপজেলা নির্বাহী কর্মকতা নাহিদা বারিক আজ সিদ্বিরগঞ্জ থানার গোদনাইলে অসুস্হ বীরমুক্তিযোদ্বা মোখলেছুর রহমান মাহাকে তার বাসায় যান,তিনি মায়ের মমতা দিয়ে বীর মুক্তিযোদ্বা ও তার পরিবারের সকলের খোজ খবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন,ইউ,এন,ও কে কাছে পেয়ে বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আবেগ আপ্লুত হয়ে পরেন,এ সময়ে উপস্হিত ছিলেন সদর কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস,দৈনিক সংবাদের সিনিঃ সাংবাদিক সালাম জুবায়ের,বীর মুক্তিযোদ্বা মহিউদ্দীন মহি,এহসানুল কবীর রমজান, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের জেলা সভাপতি ডক্টর কামরুজ্জামান, মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের আহবায়ক শরীফউদ্দিন সবুজ,প্রমুখ।
Check Also
নারায়নগঞ্জ থেকে বি এন পি প্রতিরোধ আন্দোলন শুরু করলাম-ওবায়দুল কাদের।।
ডেস্ক রিপোর্টঃ (কে জামান) নারায়নগঞ্জ ২৩ অক্টোবর ২০২২ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ …
জননেত্রী শেখ হাসিনার জন্ম দিবসের অনুষ্ঠানে -এড.লায়েকুজ্জামান।
অনলাইন ডেস্ক( তালহা): ঢাকা,বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ,,কেন্দ্রীয় কমিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম …
বাংলাদেশ ভ্যাট প্রফেসনালস ফোরামের সাধারন সভা অনুষ্ঠিত।
অনলাইন ডেস্ক(কে জামান)-ঃ ঢাকা,বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরাম এর ১৩তম সাধারন সভা ১৯ আগষ্ট ২০২২ শুক্রবার …