১৪ জুন ২০২১,স্টাফ রিপোর্টারঃ
হুমকির মুখে পরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর।
জিম্বাবুয়েতে হঠাত করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ার কঠোর লকডাউন এর ঘোষনা দিয়ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট।যার ফলে জিম্বাবুয়েতে বন্ধ ঘোষনা করা হয়েছে সব ধরনের খেলাধুলা।বর্তমানে জিম্ববুয়েতে সফররত দক্ষিন আফ্রিকা এ দলের সাথে জিম্বাবুয়ে দলের ম্যাচও স্থগিত করা হয়েছে।
চলতি মাসের শেষ দিকেই জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা রয়েছে টাইগারদের।তবে যেহেতু দেশটিতে সব ধরনের খেলাধুলা বন্ধ করে দেয়া হয়েছে,তাই অনিশ্চিত হয়ে গেলো টাইগার সফর।
তবে লকডাউনের মধ্যেও খেলা চালিয়ে যাওয়ার জন্য দেশটির সরকারের কাছে আবেদন করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।একটি টেষ্ট,তিনটি ওডিয়াই ও তিনটি টি-টুয়েন্টি খেলতে জুনের শেষেই জিম্বাবুয়ে যাওয়ার কথা টাইগারদের।
Check Also
চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিম ইকবালে
বুক ভরা বেদনা,চোখে টলটলে অশ্রু এবং অভিমানে, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারেরই ইতি টানলেন বাংলাদেশের হয়ে সর্বচ্চ …
তবেকি আবারো চেন্নাইকে শিরোপা জিতাবেন ধোনি!
২৫ মে ২০২৩,নিজস্ব প্রতিবেদকঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ফাইনাল মানেই যেনো চেন্নাই সুপার কিংস বনাম …
দল গঠনের পরিক্ষা নিরিক্ষায় কতটুকু সফল বাংলাদেশ!
২৪ মে ২০২৩, নিজস্ব প্রতিবেদকঃ জয় নিয়েই ইংল্যান্ড থেকে দেশে ফিরছে বাংলাদেশ।আয়ারল্যান্ড এর বিপক্ষে সিরিজে …