অনলাইন ডেস্ক( কে জামান)ঃ বিশিষ্ট সংগীতজন, গীতিকার,সুরকার ও সংগীত গুরু দেলোয়ার হোসেন মাষ্টার আজ ১৪ ডিসেম্বর ২০২২ বেলা ১২ ঘটিকায় ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বৎসর,তিনি নারায়নগঞ্জ জেলার সিদ্বিরগঞ্জ থানাধীন গোদনাইল আরামবাগের বাসিন্দা ছিলেন, চিত্তরঞ্জন কটন মিলস এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা দোলোয়ার হোসেন মাষ্টার এর বাদ মাগরিব জানাজা শেষে মরহুমের লাশ নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের পাঠনটুলী কবরস্হানে দাফন করা হয়।
দেলোয়ার হোসেন মাষ্টার একজন কবি,গীতিকার, শিল্পী ও সাহিত্যিক ও সংগীত ওস্তাদ ছিলেন ,তিনি সংগীতে বিশেষ অবদানের জন্য বহু সন্মাননা লাভ করেন,তিনি বাংলাদেশ টেলিভিশন,বেতার বাংলাদেশের তালিকাভুক্ত শিল্পী ছিলেন,তিনি নারায়নগঞ্জ শিল্পকলা একাডেমীর একজন উপদেষ্টা ও ভাতাভোগী সংগীতজন ছিলেন,
তার জীবনদর্শায় তিনি অনেক সংগীত শিল্পী সৃষ্টি করেছেন,তার লিখা গান রবী চৌধুরী,ডলি সায়ন্তনী সহ বহু স্বনামধন্য শিল্পীর কন্ঠে গেয়ে সুনাম অর্জন করেন,তৎ কালীন পাকিস্তান শিক্ষাবোর্ড থেকে তিনি বি এ পাশ ডিগ্রী লাভ করেন,তিনি কিছুদিন বিদ্যালয়ে শিক্ষাগতা করেছিলেন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্বে অংশগ্রহণ করেন।
মরহুম দেলোয়ার মাষ্টার মৃত্যুকালে স্ত্রী,দুই পুত্র ও দুই কন্যা সন্তান সহ অনেক গুনগ্রাহী ও ভক্ত অনুরাগী রেখে যান।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার রুনা লায়লা,জয়বাংলা সাংস্কৃতিক ঐক্য জোটে,নারায়নগঞ্জ জেলার সভাপতি এড. মোঃকামরুজ্জামান, মহানগর সাধারন সম্পাাদক জোবায়ের আহমেদ,সম্প্রীতি’ র সভাপতি আবুল হোসেন প্রমুখ।