Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website Visit Official Website বাংলাদেশ ভ্যাট প্রফেসনালস ফোরামের সাধারন সভা অনুষ্ঠিত। – মুক্তির কথা নিউজ
শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
Home / জাতীয় / বাংলাদেশ ভ্যাট প্রফেসনালস ফোরামের সাধারন সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ ভ্যাট প্রফেসনালস ফোরামের সাধারন সভা অনুষ্ঠিত।

অনলাইন ডেস্ক(কে জামান)-ঃ ঢাকা,বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরাম এর ১৩তম সাধারন সভা ১৯ আগষ্ট ২০২২ শুক্রবার সকাল ১০ ঘটিকায় রাজধানীর ইনিষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স,বাংলাদেশ মিলনায়তন, কাকরাইলে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ভ্যাট ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ড্রাষ্টি ( এফবিসিসিআই) এর প্রেসিডেন্ট জনাব মোঃ জসিমউদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব এম আবুল কাশেন মজুমদার,প্রাক্তন সদস্য, পিএসসি ও প্রাক্তন প্রো ভাইস চেন্সেলর, ইউনিভার্সিটি অব প্রফেসনালস(বিইউপি),জনাব মোহাম্মাদ বেলাল হোসাইন চৌধুরী, কমিশনার অব কাস্টমস, জাতীয় রাজস্ব বোর্ড।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বাখেন জনাব মোঃহাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ভ্যাট প্রফেসনালস ফোরাম।বক্তারা সকলে ভ্যাট ফোরামের সাফল্য কামনা করেন এবং জাতীয় পর্যায়ে রাজস্ব আহরনে সকলকে অনুরূধ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের ২য় পর্বে সাংগঠনিক বিষয়ে আলোচনায় অংশ গ্রহন করেন জনাব মোঃ ইকরামুল ইসলাম,সেক্রেটারি,বাংলাদেশ ভ্যাট প্রফেসনালস ফোরাম,

অনুষ্ঠানের ৩য় পর্বে ২০২২-২৩ অর্থ বছরের ব্যাজেট কার্যক্রমে আয়কর বিষয়ে পরিবর্তনের বিষয়ে উপস্হাপনা করেন শ্রী রঞ্জন কুমার ভৌমিক, সাবেক সদস্য, জাতীয় রাজস্ব বোর্ড।

২০২২-২৩ অর্থ বছরের ব্যাজেট কার্যক্রমে ভ্যাট বিষয়ে পরিবর্তনের বিষয়ে উপস্হাপনা করেন বাংলাদেশ ভ্যাট ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর মোঃ আব্দুর রউফ।

সাধারন সভায় ভ্যাট ফোরামের ১০১০জন সদস্য অংশ গ্রহন করেন, ভ্যাট ফোরামের সদস্যদের মধ্যে ব্যারিস্টার, এডভোকেট,সাবেক সেনা কর্মকর্তা,অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তাবৃন্দ, বিভন্ন পেশাজীবী গন ভ্যাট ফোরামের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহনের পর সদস্য পদ লাভ করেন।

About admin

Check Also

নারায়নগঞ্জ থেকে বি এন পি প্রতিরোধ আন্দোলন শুরু করলাম-ওবায়দুল কাদের।।

ডেস্ক রিপোর্টঃ (কে জামান) নারায়নগঞ্জ ২৩ অক্টোবর ২০২২ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ …

জননেত্রী শেখ হাসিনার জন্ম দিবসের অনুষ্ঠানে -এড.লায়েকুজ্জামান।

অনলাইন ডেস্ক( তালহা): ঢাকা,বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ,,কেন্দ্রীয় কমিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম …

সিদ্বিরগঞ্জের আরামবাগে বীর মুক্তিযোদ্বা মোখলেছুর রহমান মাহার ইন্তেকাল।

ষ্টাফ রিপোর্টার(তালহা) -ঃ নারায়ণগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকার সরদার বাড়ি নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ মোখলেছুর রহমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *