নিখোঁজের ৭ দিন পর হাসপাতালের মর্গে খুঁজে পাওয়া গেলো সৌদি আরব প্রবাসী শাহ আলমের (৫০) লাশ। গত বৃহস্পতিবার রাতে বাসায় মোবাইল রেখে বাহিরে গিয়ে নিখোঁজ হন তিনি।
নিহত শাহ আলম চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত আব্দুল হক মজুমদারের ছেলে। দীর্ঘ ২২ বছর যাবত তিনি প্রবাসে কাজ করছেন।
মৃত শাহ আলমের ছেলে ইউসুফ ও ছোট ভাই প্রবাসী মোস্তফা কামাল মজুমদার জানান, গত বৃহস্পতিবার রাতে বাসায় মোবাইল রেখে বাহিরে গেলে তিনি আর বাসায় ফিরে আসেননি। মোবাইলে সেটে কল দিয়ে দেখেন বাসার ভেতর মোবাইলে রিং হচ্ছে, আশপাশের সবাই তাকে নানান জায়গায় খোঁজ করেন। পরে কফিল (মালিক) বিভিন্ন থানায় খোঁজখবর নিয়ে দেখেন, সেখানেও নেই। সবশেষে মঙ্গলবার রাতে রিয়াদ সেমোসি হাসপাতালে খবর নিতে গেলে তার সন্ধান পাওয়া যায়।