অনলাইন ডেস্কঃ নারায়নগঞ্জ, জাতীয় যুব দিবস ২০২২ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, নারায়নগঞ্জের উদ্যোগে ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় ঘটিকায় জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্র ও যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে র্্যালী, আলোচনা, সনদ বিতরন ও যুব ঋনের চেক বিতরন অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব মঞ্জুরুল হাফিজ, জেলা প্রশাসক, নারায়নগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব গোলাম মোস্তফা রাসেল ,(পিপিএম বার),পুলিশ সুপার,নারায়নগঞ্জ,।অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এ কে এম শাহরিয়ার রেজা,উপ পরিচালক,যুব উন্নয়ন অধিদপ্তর, নারায়নগঞ্জ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জনার প্রজিৎ কুমার ধর,ডেপুটি কো-অডিনেটর, যুব উন্নয়ন অধিদপ্তর , নারায়নগঞ্জ, বক্তব্য রাখেন জনাব মোঃ মামুন,উপ পরিচালক, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, নারায়নগঞ্জ, সুমন কুমার মিত্র,জেলা ক্রীড়া কর্মকর্তা, নারায়নগঞ্জ, জনাব মোহাম্মদ কামরুজ্জামান, সভাপতি,সচেতন যুব সংগঠন, জনাব শাহজাহান সিরাজ,জাতীয় পুরস্কার প্রাপ্ত আত্নকর্মী প্রমুখ।
সভাশেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আত্নকর্মসংস্হান সৃষ্টির লক্ষে যুব ঋনের চেক বিতরন ও ভিবন্ন যুব সংগঠনের মাঝে জেলার সফল যুব আত্নকর্মী ও সফল যুব সংগঠকদের সন্মাননা স্মারক হাতে তুলে দেন।